Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যেকোনো সময় কল করুন  ০১৭২১৮৫৯১৩৭


সেফটি

বৈদ্যুতিক নিরাপত্তা টিপস


আপনার বাড়ীর বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি লক্ষ রাখুনঃ

  • বিএসটিআই কর্তৃক অনুমোদিত পরিবাহী তার ও যন্ত্রপাতি ব্যবহার করুন।
  • সকল সার্কিট যথোপযুক্ত ফিউজ ব্যবহারের মাধ্যমে নিরাপদ রাখতে হবে।
  • বাসায় ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন ফ্রিজ, ওভেন, টেলিভিশন, কম্পিউটার ইত্যদি সঠিকভাবে গ্রাউন্ডিং করা থাকতে হবে।
  • সকল সুইচ সরবরাহ লাইনের ফেজের সাথে সংযুক্ত থাকবে।
  • সিংগেল ফেজের জন্য দুই মেরু ও থ্রী ফেজের জন্য চার মেরু বিশিষ্ট মেইন সুইচ ব্যবহার করতে হবে।
  • বিকল্প জেনারেটর স্থাপনের সময় সঠিক রেটিং এর চেঞ্জ ওভার সুইচ ব্যবহার করতে হবে।
  • ভেজা হাতে সুইচ ব্যবহার করা ঠিক নয়।
  • বাড়ী নির্মাণের সময় নিকতবর্তী বৈদ্যুতিক লাইন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।
  • গাছ লাগানোর সময় লক্ষ রাখতে হবে যেন ওভারহেড লাইন থেকে প্রয়োজনীয় দূরত্ব বজায় থাকে।

আপনার অফিসের বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি লক্ষ রাখুনঃ

  • সাব-স্টেশন এর সকল কাজ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কে দিয়ে করাতে হবে।
  • পরিদর্শন বা রক্ষনাবেক্ষন ব্যতিরেকে অন্যান্য সময় উচ্চ বৈদ্যুতিক ক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতি সমৃদ্ধ স্থাপনার প্রবেশদ্বার বন্ধ রাখতে হবে।
  • কাজ করার সময় লক্ষ রাখতে হবে যে লাইন ও যন্ত্র সামগ্রীর বৈদ্যুতিক সংযোগ পরিপুর্ণরূপে বিচ্ছিন্ন করা হয়েছে কিনা, প্রতিটি ফেজ টেস্ট করে প্রয়োজনে গ্রাউন্ডিং করে দিতে হবে।
  • প্রতিটি কর্মী কে কাজের সময় উপযুক্ত পোশাক পরিধান করতে হবে, যথোপযুক্ত জুতা, হেলমেট, গ্লাভস ব্যবহার করতে হবে।
  • কর্মীদের কে কাজের সময় অনুমোদিত নিরাপত্তা বেল্ট ও স্ট্র্যাপ ব্যবহার করতে হবে এবং অন্যান্য সুরক্ষা ব্যবস্থা নিতে হবে ।
  • বহনযোগ্য মই দিয়ে কাজ করার ক্ষেত্রে প্রয়োজনে মই বেধে কাজ করতে হবে যেন কোন ভাবেই পিছলে পড়ে না যায়।
  • কার্যক্ষেত্রে ব্যবহারের যন্ত্রপাতি সমূহ সঠিক ভাবে কাজ করছে কিনা তা লক্ষ রাখতে হবে এবং যথাপোযুক্ত ভাবে সংরক্ষন করতে হবে, ত্রূটি পূর্ণ যন্ত্রপাতি বাদ দিতে হবে।
  • বিদ্যুত সংযোগ আছে এমন লাইন বা যন্ত্রপাতি নিয়ে কাজ করার সময় পরিবাহী বস্তু নিরাপদ দূরত্তে রাখতে হবে। নিরাপদ দূরত্ত অর্থঃ

 

কেভি নিরাপদ দূরত্ব
১১ কেভি ২ ফিট
৩৩ কেভি ৩ ফিট